বরগুনায় শিশুকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে ১৬ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২ এপ্রিল) দুপুরে বরগুনা শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান খান মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আবদুল মোতালেব মিয়ার ছেলে সবুজ, সেকান্দার মুন্সির ছেলে মামুন ও সবুজের বাবা আবদুল মোতালেব।

মামলার বিবরণে বলা হয়েছে, তরমুজ চুরির অপবাদ দিয়ে আসামিরা একই গ্রামের মো. আলম মিয়ার ছেলে ছাব্বির রিফাতকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে নির্যাতন করেছে।

ভুক্তভোগীর পিতা মামলার বাদী মো. আলম বলেন, ‘আমার ছেলে ছাব্বির রিফাতকে তরমুজ চুরির অপবাদে তিন আসামি সবুজের ঘরের বারান্দায় হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আসামিদের নিষ্ঠুর নির্যাতনে আমার ছেলে প্রসাব করে দেয়। আমি ও আমার স্ত্রী আসামিদের হাত পা ধরলেও আসামিরা নির্যাতন বন্ধ করেনি। এক পর্যায়ে আমার ছেলে জ্ঞান হারায়। তখন আসামিরা আমার ছেলেকে নির্যাতন করা বন্ধ করে। আমি ছেলেকে নিয়ে বরগুনা হাসপাতালে নিয়ে আসতে চাইলেও আসামিরা বাধা দেয়। পরের দিন আমার ছেলেকে বরগুনা হাসপাতালে ভর্তি করি।’

অভিযুক্ত সবুজ বলেন, ‘ছাব্বির রিফাত আমাদের তরমুজ চুরি করেছে। রিফাতকে আমরা ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছি। আমরা মারধর করিনি।’

সদর  থানা পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে তারা। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।