ইবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন। একই সময়ে বিভিন্ন হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে প্রশাসন ভবনের সামনের চত্বরে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পুরো ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কর্মকর্তা, কর্মচারিরা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাড়ে ১১ টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। 

এদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে। রোববার বেলা ১২টার দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ইবি রিপোর্টার্স ইউনিটি। এসময় অংশ নেন সংগঠনটির অন্যান্য সদস্যরাও।