আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গণহত্যা দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বাদ আছর দূতাবাস মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

দূতাবাসের লেবার কাউন্সিলর লুৎফুন নাহারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। এরপর ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের উর্ধতন কর্মকর্তা সাব্বির হোসেন এবং সাইফুল ইসলাম। পরে আলোচনা অংশ নেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ইমরাদ হোসেন ইমু, বাবু আশীষ বড়ুয়া ও নাসির তালুকদার।  

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী বাঙালি জাতিকে নিশ্চিহ্ন এবং পঙ্গু করে দিতে এই নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। তিনি দিবসটি পালনের মাধ্যমে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা পালনের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ২৫ মার্চ কালরাতে নিহত সকলের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন উপস্থিত সবাই। শেষে উপস্থিত সবাইকে নিয়ে ইফতারের আয়োজন করে দূতাবাসের কর্মকর্তারা।