শরীয়তপুরের নড়িয়া উপজেলার দুর্গম চরাঞ্চল নওপাড়ায় সরকারি খরচে আইনগত সহায়তা, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনগত পরামর্শ প্রদান বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইডের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচনা করেন জেলার সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো: খালেদ মিয়া। সভা সঞ্চালনা করেন জেো সহকারী জজ মো: সালাউদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট জহিরুল ইসলাম, চরআত্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনায়েত উল্লাহ মুন্সী, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সহধর্মিণী পারভীন হোসেন, ফয়জুল হাসান বাদল মুন্সী, মো: রাফিক উল্লাহ মুন্সী, লিপি মুন্সী,আদিল আহমেদ মুন্সী, মিজানুর রহমান শামীম প্রমুখ।