রাবি’র চারুকলায় রেললাইনে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার দিনভর উত্তপ্ত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোববার রাত আটটার দিকে চারুকলা অনুষদের পাশে রেলগেইটে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চারুকলা অনুষদের দিকে যান। রাত আটটার দিকে চারুকলা অনুষদের পাশে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে দেন তারা।

এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। এতে চার ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন এসব রুটের যাত্রীরা।

এদিকে, সংঘর্ষের ঘটনায় রাবি শিক্ষার্থীদের উপর স্থানীয় ও পুলিশের হামলার বিচার করাসহ বিভিন্ন দাবিতে রোববার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেছেন আটজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শনিবারের হামলার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে প্রক্টরকে পদত্যাগ করতে হবে এবং প্রশাসনকে জবাবদিহি করতে হবে, হামলাকারীদের শনাক্ত করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, শতভাগ আবাসিকতা নিশ্চিত করা এবং হলগুলো রাজনৈতিক সন্ত্রাস বন্ধ ও সিন্ডিকেটের মাধ্যমে হলের আবাসিকতা প্রদান বন্ধ করা, ক্যাম্পাসের গেইটগুলোতে চেকপোস্ট বসানো এবং বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং, দোকান, ক্যান্টিনের খাবারের দাম ও রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়া ও খাবারের মান নিশ্চিত করা, শিক্ষার্থীদের ভোগান্তি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন পুনরায় চালু করা।