ইবিতে ইংরেজি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টার দিকে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বার্ষিক সাধারণ সভাসহ নানা আয়োজন ছিল।

ইংরেজি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সাইদ এ. কে. মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী, ইংরেজি বিভাগের সর্বজ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন পরিষদ, শিক্ষক সমিতি, ফোরাম, অতিথিসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ইংরেজি বিভাগের অ্যালামনাই যারা আছেন তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। উত্তরোত্তর যত শিক্ষার্থীরা আসবেন ইংরেজি বিভাগ আরও সমৃদ্ধ হবে। সমাজে ও দেশে-বিদেশে আমাদের দেশকে প্রশংসিত করবে এবং সাফল্য কামনা করি।

অপরদিকে অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী বলেন, জীবনের শ্রেষ্ঠ সাফল্য হলো অন্যের মঙ্গলে কিঞ্চিত হলেও অবদান রাখা। সৃষ্টির সেরা জীব হিসেবে বাচঁতে হলে কচ্ছপের মত হাজার বছর বেচেঁ না থেকে পরোপকারের মাধ্যমে একশ বছর বেচেঁ থাকা শ্রেয়। ইংরেজি বিভাগের পুণর্মিলনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

তিনি আরও বলেন, ভার্চুয়াল রেভলিউশনের যুগে অন্যান্য সকল স্কিল ডেভেলপমেন্টের সাথে মানুষকে প্রভাবিত করার যেই সুপ্ত ক্ষমতা সেটিও অর্জন করতে হবে। এছাড়াও অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট এর সাথে সাথে মোটিভেশনাল স্কিল অর্জনের মাধ্যামে মানুষকে প্রভাবিত করার যেই সুপ্ত ক্ষমতা সেটি অর্জনে গুরুত্ব দিতে হবে যা আমাদেরকে অন্যদের তুলনায় অগ্রগতি ত্বরান্বিতকরণে সহায়তা করবে।

শেষ পর্বে ছিল স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় উপস্থিত সবাই সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।