দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের ইলেকট্রিক পণ্য সামগ্রীর রপ্তানি বৃদ্ধির লক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ৭ম ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো। আগামী ৯ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় তিনদিনের এ মেলার যৌথ আয়োজনে রয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেণ্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন-বিমা ও ওয়েম বাংলাদেশ লিমিটেড। মেলায় ১৫০টি ব্র্যান্ডের ১২০টি স্টল , ৪০ জন বিদেশি প্রতিনিধি , ৮০ জন একক্সিবিউটর্স অংশ নিবেন।
এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেণ্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আফতাব জাবেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মীর নিজাম উদ্দিন আহমেদ, বিইসিএমএ’র ভাইস প্রেসিডেন্ট এ. বি. এম আরশাদ হোসেন, বিমা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম আজাদ সহ -সভাপতি মমিনুর রহমান মিঠু, এসএমই ফাউন্ডেশনের পরিচালক এনায়েত হোসেন চৌধুরী, বিমা পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান আজিবর রহমান, বিপিসি’র নির্বাহী কর্মকর্তা এস এম আনোয়ার হোসেন, ওয়েম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ আরিফ ও পরিচালক মার্কেটিং নাছিমুর রহমান।