বেরোবিতে বাসের ব্যাটারি চুরি, দুই নিরাপত্তা প্রহরীকে শোকজ

নিরাপত্তার ক্ষেত্রে উদাসীনতার কারণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের যাতায়াতের জন্য ব্যবহৃত আট নম্বর বাস থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী। 

শোকজ পাওয়া কর্মচরারীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী মোঃ আনোয়ার হোসেন ও মোঃ সুজন মিয়া। ঘটনার সময় দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ও সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর চারটা ২৭ মিনিট থেকে ৪৫ মিনিটের মধ্যে দু’জন চোর বাস গ্যারেজের প্রাচীর টপকে ভেতরে ঢুকে ব্যাটারি চুরি করে।

সে সময় দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মোঃ সুজন বলেন, প্রচণ্ড মাথা ব্যাথার কারণে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর জানি না কী হয়েছে। সকালে দেখি ব্যাটারি চুরি হয়েছে। 

পরিবহন পুলের পরিচালক ড. শফিকুর রহমান বলেন, আমি ঢাকায় আছি ব্যাটারি চুরির বিষয়টি জেনেছি। এই বিষয়টি প্রক্টরকে বলেছি, তিনি সরেজমিনে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, এমন ঘটনা আমাদের জন্য খুবই দুঃখজনক। ঘটনার সময় দায়িত্বরত দু’জন নিরাপত্তা প্রহরীকে শোকজ করা হয়েছে। দায়িত্বররা উপযুক্ত কারণ দেখাতে না পারলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।