জাবি’র নিপীড়ক শিক্ষক জনির বিচার দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা চলছিল।

অবস্থান কর্মসূচি থেকে তারা অভিযুক্ত শিক্ষকের বিচারসহ তিন দফা দাবি তুলেন। দাবিগুলো হলো- পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে একাধিক শিক্ষক নীতিমালা ভঙ্গের সত্যতা যাচাই কমিটির তদন্ত প্রতিবেদন স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে এবং তদন্ত সাপেক্ষে অপসারণ করতে হবে, ‘দায়মুক্তিপত্রে’র ঘটনায় প্রক্টর ও সহকারী প্রক্টরের সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত করতে হবে এবং প্রশ্নবিদ্ধ দায়মুক্তিপত্র বাতিল করতে হবে, শিক্ষার্থীদের অংশগ্রহণ সাপেক্ষে এক মাসের মধ্যে শিক্ষক মূল্যায়ন পদ্ধতির নীতিমালা তৈরি করতে হবে।

এসময়  ছাত্রফ্রন্ট জাবি সংসদের সাধারণ সম্পাদক কনৌজ কান্তি রায় বলেন, ‘যৌন নিপীড়ক একজন শিক্ষকের বিচারকার্যে প্রশাসনের উদাসীনতা আমরা প্রথম থেকেই লক্ষ্য করে আসছি। বিচারকার্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেখানেও আমরা অনিয়ম দেখতে পাই। আজকের এই সিন্ডিকেট সভায় আমাদের দাবি মেনে নিয়ে শিক্ষক জনিকে অপসারণ করা হোক। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি শিক্ষদের থেকে নিরাপদ থাকতে না পারে তাহলে নিরাপত্তা কোথায়? আমদের জোর দাবি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হোক।’

সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘আমরা এর আগেও আমাদের দাবি জানিয়েছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন সুষ্ঠু সমাধান পাওয়া যায়নি। আমাদের দাবি আজকের এই সিন্ডিকেট সভায় এরকম একজন নিপীড়ক শিক্ষকের সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেওয়া হোক।’ 

গত বছরের ২২ নভেম্বর সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স ইনস্টিটিউটের শিক্ষক ও সাবেক জাবি ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমানের নিজ বিভাগের শিক্ষার্থীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা, তার পরীক্ষার পরীক্ষক হওয়াসহ একাডেমিক অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর প্রভাব খাটিয়ে জোরপূর্বক ভুক্তভোগী শিক্ষার্থীকে দিয়ে দায়মুক্তিপত্র লেখানোর অভিযোগ প্রকাশ পায় গণমাধ্যমে।

https://fb.watch/iydq2COyD4/