ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত একটার দিকে শতাধিক শিক্ষার্থী চার দফা দাবি নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
এর আগে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল সংলগ্ন রাস্তায় ৫১ ব্যাচের এক শিক্ষার্থী দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর বিক্ষোভ শুরু করেন তারা।
এসময় শিক্ষার্থীরা উপাচার্যের কাছে চার দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো- আহত শিক্ষার্থীর চিকিৎসার সম্পুর্ণ খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, মোটরসাইকেল চালকের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে, অটোরিক্সাসহ প্রত্যেকটি গাড়ির গতি নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের সামনে গতিরোধক নির্মাণ করতে হবে।
পরে উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে মোটরসাইকেল চালকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার সব ব্যয়ভার প্রশাসন বহন করবে।’
আহত শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে পড়াশোনা করেন। তাকে সাভার এনাম মেডিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার মাথার খুলির একপাশে সামান্য ভেঙে গেছে ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তার জ্ঞান ফিরেছে।