মুষ্টিমেয় লোকের প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের তাগিদ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ গত ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে। সব জায়গায় যদিও কাজ শুরু হয়নি তবে জরিপ ও পিআইসি গঠনের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। যারা সক্ষম তাদেরকে পিআইসি কমিটির সদস্য করতে হবে। ফসল রক্ষা বাঁধের কাজে কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, মো. সামসুদ্দোহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম খান, জেলা ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটো, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সঞ্জীব তালুকদার টিটুসহ বিশিষ্টজনেরা।