উত্তর ক্যালিফোর্নিয়া প্রবাসীদের বিজয়মেলা আয়োজন

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ওই অঙ্গরাজ্যের সেক্রামেন্টো ও আশপাশের বিভিন্ন শহরে বসবাসকারী বাংলাদেশিদের সংগঠন সাবা’র উদ্যোগে শনিবার (১৭ ডিসেম্বর) ডেভিস শহরের হারপার জুনিওর হাই স্কুল অডিটোরিয়ামে বিজয়মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের প্রেসিডেন্ট হাফিজুর চৌধুরী সোহেল। এর আগে অনুষ্ঠানের সমন্বয়ক সাবা’র সাংস্কৃতিক সম্পাদক নুসরাতের শুভেচ্ছা বক্তব্য দেন। এসময়
উপস্থিত ছিলেন সংগঠনের ঊপদেষ্টা ডাঃ সৈয়দা কবির তুলি এবং জেনারেল সেক্রেটারি হূমায়রা সাবা।

বিজয়মেলার সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন সাবা’র ভাইস প্রেসিডেন্ট ডাঃ সৈয়দা কবির তুলি এবং প্রকৌশলী আবদুল্লাহ। মেলায় বাংলার ঐতিহ্যবাহী পিঠা, ফুচকা, বিরিয়ানি, মিষ্টি, শাড়ি, গহনা এবং অন্যান্য সামগ্রীর স্টল সাজিয়ে বসেন অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সঙ্গীত, আবৃত্তি, নৃত্যের তালে উপভোগ্য হয়ে উঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ পরিকল্পনার সমন্বয় করেন, সাবা’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিল্লাহ রানা।

প্রতিবছর বিজয়মেলার আনন্দমুখর অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর সেক্রামেন্টো অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিদের কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে সাবা বিশেষ সম্মাননা প্রদান করে থাকে। এবছর বিশিষ্ট সমাজ সেবিকা প্রকৌশলী সায়মা শহীদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এই বিশেষ আর্থিক সম্মাননা যৌথভাবে সাবা, ডা. মেশকাত উদ্দিন ও ডা. পারভীনের পারিবারিক প্রতিষ্ঠান উদ্দিন ফ্যামিলি ফান্ড থেকে দেয়া হয়।

আয়োজকরা জানান, এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের কাছাকাছি আসার সুযোগ তৈরি করে। প্রবাসে এমন আয়োজন নিয়মিত করা উচিত বলে মত দেন তারা।