খেলতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে মুগ্ধ হলেন ব্যারিস্টার সুমন

প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষের আতিথেয়তায় যারপরনায় মুগ্ধ হয়েছেন ফুটবলের ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বলেছেন, আমের মতই মিষ্টি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। এখানকার মানুষের সাথে তার আত্মার বন্ধন তৈরি হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর আহম্মেদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে এসে তিনি এসব কথা বলেন।

খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও রহনপুর ফুটবল একাডেমি অংশ নেয়। ম্যাচটি গোলশুন্য ড্র হয়। গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘২০-২১ মানবতার সেবায় রহনপুর’ এর সহযোগিতায় এই খেলায় অনুষ্ঠিত হয়েছে।

খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বাংলাদেশে ফুটবলের গণজাগরণ ঘটাতে চাই। সারাদেশে যতগুলো খেলার মাঠ দখলে রয়েছে, তরুণদের খেলার জন্য সেগুলো উন্মুক্ত করতে চাই।’

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি আপনাদের সামনে একটা মডেল দেখাতে এসেছি। হবিগঞ্জ জেলার একটি ছোট্ট উপজেলা থেকে ফুটবল একাডেমি গঠন করে দেশজুড়ে খেলে বেড়াচ্ছি। বাংলাদেশেও যে যত্ন করলে রত্ন মিলে, তা দেখাতে এসেছি। একটা উপজেলা থেকে গঠন করা দলে ৩ জন ব্রাজিলে খেলতে যাচ্ছে। এখানকার ১২ জন ফুটবলার বিভিন্ন ক্লাবে খেলে। দেড় বছর আগেও এরা কোথাও খেলার সুযোগ পায়নি। তাদেরকে যত্ন করে কোথায় নিয়ে এসেছি, তা আপনাদের দেখাব। যারা বলে বাংলাদেশের মানুষকে দিয়ে কিছু হবে না, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে না, তাদেরকে বলবো শুধু চাঁপাইনবাবগঞ্জের এই মাঠেই দেখে যান, মানুষ কী পরিমাণ ভালোবাসে ফুটবলকে।’

প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে জড়ো হন। সদর উপজেলার বালিয়াডাঙ্গার শ্রীরামপুর থেকে কলেজছাত্র রেহান আহমেদ এসেছেন খেলা দেখতে। তিনি বলেন, কাতারে ফুটবল বিশ্বকাপের সময় ব্যারিস্টার সুমনের এমন আয়োজন ফুটবল উন্মাদনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

খেলা দেখতে আসা সুবাশ চৌধুরী জানালেন, আগে থেকেই ধারণা করছিলাম খেলা দেখতে অনেক মানুষ আসবেন। তাই খেলা শুরুর ২ ঘন্টা আগেই মাঠে চলে আসি। ব্যারিস্টার সুমন একজন মানবিক মানুষ। তিনি সাধারণ মানুষের অনেক উপকার করেন বলে তাকে খুব পছন্দ করি।

এর আগে বিকেলে সাড়ে ৩টার দিকে খেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সাবেক এমপি গোলাম মোস্তফা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান মতি, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য সংরক্ষিত মহিলা সদস্য ফারিহা সবনম কেয়াসহ আরও অনেকে।