ফর্ম পূরণের দোহায় দিয়ে পালিয়েছে রাবি ছাত্রলীগের মাদকসেবী দুই নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে আটক হওয়া চার ছাত্রলীগ নেতার মধ্যে দু’জন ফর্ম পূরণের কথা বলে পালিয়েছে। পলাতক দু’জন হচ্ছে শের-এ-বাংলা হলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান। সন্ধ্যায় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার সাথে ক্যাম্পাসে তাদের ঘুরতে দেখা গেছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

এর আগে দুপুরে ক্যাম্পাসের শেখ রাসেল মাঠে গাঁজা সেবনের সময় তাদের আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যরা। এসময় তাদের কাছে থাকা ৩২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মতিহার থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় দু’জনকে গ্রেফতার দেখানো হয়েছে অপর দু’জনকে পলাতক দেখানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন। তিনি আরও বলেন, আটক দুজনকে আদালতে চালান করা হবে। আর পলাতক দু’জনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

এ বিষয়ে সহকারী প্রক্টর পুরণজিত মহলদার বলেন, আমরা চারজনকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসি। আজকে দুইজনের ফর্ম পূরণের শেষ দিন বলাতে মানবিক কারণে আমরা‌ তাদের যেতে দিই। জেলখানায় বসেও পরীক্ষা দেওয়া যায়, আমরা তাদের শিক্ষক, তাই আমরা তাদের যেতে দিই। কিন্তু পরে তারা আর ফিরে আসে নি।