আবুধাবিতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৫১ তম মহান বিজয় দিবসকে সামনে রেখে ত্রি-বার্ষিক সম্মেলন এবং আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি। 
বৃহস্পতিবার (১ডিসেম্বর) রাতে আবুধাবির বাংলাদেশ সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি শেখ রুহুল আমীন এর সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম নেওয়াজ এবং যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াকুব।

সভায় প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতির ইউ.এ.ই এর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী ও প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমীন, আজমান বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, রাছ আল খাইমা বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি এম এ মুছা এবং আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহমুদ আজম খান। 

মোহাম্মদ আবু তৈয়ব খানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা কর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ.টি.এম. পেয়ারুল ইসলাম।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাস আল খাইমা বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক মইন উদ্দিন ফারুক, প্রজন্ম বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহ-সভাপতি শওকত আকবর, দুবাই বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আবুল কাশেম, এছাড়াও বক্তব্য রাখেন  আজিম সিকদার, জাহাঙ্গীর সেলিম,  সেলিম রাজু, সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান, রবিউল হাসান তালুকদার, তানভির প্রমুখ। 

অনুষ্ঠানে সংগঠনের পুরাতন কমিটি বিলুপ্ত করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমানকে সভাপতি,  সেলিম নেওয়াজকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইয়াকুবকে যুগ্ন সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ নাসিরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়। পরে বিদায়ী সভাপতি শেখ রুহুল আমীন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।