বহিরাগত গাড়ি ক্যাম্পাসে চলাচল বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের

বহিরাগতদের ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল না করা এবং বহিরাগত গাড়ি বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন শেষে সমাবেশে এ দাবি জানায় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের গাড়ির চাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় কর্মসূচি দেয় নিরাপদ সড়ক চাই।

‘বহিরাগত গাড়ি ক্যাম্পাসে চলাচল বন্ধ চাই’ লেখা প্লেকার্ড তুলে প্রতিবাদ জানান তারা।

সমাবেশে নিরাপদ সড়ক চাই এর ঢাবি শাখার সভাপতি রিফাত জাহান শাওন বলেন, ‘বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় নেই, এটা একটা পার্কে পরিণত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় যেন পার্কে পরিণত না হয়।

‘বহিরাগত যান যেন ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল না করে- বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেই ব্যবস্থা করা। এই ধরনের ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে।’