সিরাজগঞ্জে বিএনপির কর্মসূচিতে হামলায় আহত ১০

সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপির লিফলেট বিতরণের সময় দলটির নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী পাপিয়া ও সাবেক এমপিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল বাজার স্টেশনে এ ঘটনা ঘটে। এসময় দু’টি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ালসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে।  

হামলায় আহতরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি আসিফা আশরাফি পাপিয়া, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান ও নেতাকর্মী আহত হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল কামারখন্দ উপজেলা বিএনপি কার্যালয়ে প্রস্ততি সভা শেষে লিফলেট বিতরণের সময় অতর্কিত হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি করেন বাচ্চু।

কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ বলেন, বিএনপি’র লিফলেট বিতরণের সময় তাদের দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মারপিট করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি নুর-নবী প্রধান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ালসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।