বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে বিনামূল্যে এক হাজার রোগীর ডায়াবেটিক পরীক্ষা ও ওষুধ দেয়া হয়েছে। সোমবার সকালে শহরে সিরাজুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালের সামনে এসব সেবা দেয়া হয়।
এর আগে সকাল ৯টা থেকে ডায়াবেটিক সমিতি দিনব্যাপী ডায়াবেটিক মেলা, সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা করে। নোয়াখালী ডায়াবেটিক সমিতির সভাপতি এবিএম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, শিক্ষাবিদ কাজী মুহম্মদ রফিক উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ আলম আজাদ।
এছাড়া ডায়াবেটিল মেলায় বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ডায়াবেটিক হাসপাতাল ও সমিতির পক্ষ থেকে ১১টি স্টল বসানো হয়। এসব স্টল তাদের বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শণ করে।
‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিককে জানুন’ এই প্রতিপাদ্য নিয়ে এ বছর বিশ্বব্যাপী ডায়াবেটিক দিবস পালিত হয়েছে।