শুদ্ধ ভাষা চর্চা এবং শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে মাদারীপুরে ল্যাংগুয়েজ ও ইয়োগা ক্লাব চালু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন মিলনায়তনে এর উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবির বিন আনোয়ার এর সহধর্মিণী, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনউদ্দিন, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, প্রশিক্ষক, শিক্ষক শিক্ষার্থীসহ অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার মাহমুদ হাসান।
মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সপ্তম তলায় ১০০০ টাকার বিনিময়ে ল্যাংগুয়েজের তিনটি কোর্স ও ইয়োগা কোর্সে যে কেউ ভর্তি হতে পারবেন। এছাড়া কর্মকর্তা ও শিক্ষকরাও এই ক্লাবের সদস্য হতে পারবেন।