সাবেক সংসদ সদস্য প্রয়াত কমরেড প্রসুন কান্তি রায় (বরুণ রায়) এর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে কমরেড বরুণ রায় জন্ম শতবর্ষ উদযাপন পরিষদ।
প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ধূর্য্যটি কুমার বসু, রমেন্দ্র দে মিন্টু, কবি ও লেখক সুখেন্দু সেন, সমাজসেবী মানব চৌধুরী, শিক্ষক চন্দন রায়, সঞ্চিতা চৌধুরী, কবি মুনমুন চৌধুরী, কমরেড বরুণ রায় জন্ম শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট এনাম আহমদ, অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।