প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করে প্রাণ হারালেন যুবক

মাদারীপুরে সৌদি প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আজম মাতুব্বর নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। নিহত আজম সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা এলাকার রাজ্জাক মাতুব্বরের ছেলে।

তার স্বজনেরা জানান, ১০ বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া এলাকার লতিফ হাওলাদারের ছেলে ওবাইদুল হাওলাদারের (৩৮) সঙ্গে সদর উপজেলার খৈয়ার ভাঙ্গার কালাম ঢালীর মেয়ে লিমা আক্তারের (৩০) বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ের জন্ম হয়। বিয়ের পাঁচ বছর পর সৌদি আরব চলে যান ওবাইদুল।

এরপর লিমার সঙ্গে মোবাইল মেকানিক আজমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর প্রেম করার পর প্রথম স্বামীকে তালাক দিয়ে সন্তান রেখে আজমের সঙ্গে পালিয়ে বিয়ে করেন লিমা।

মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোস্তফাপুর পল্লী বিদ্যুৎ মসজিদের সামনে আসলে আজমের ওপর হামলা চালায় ওবাইদুলসহ অজ্ঞাত আট দশজন। তারা আজমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে মারা যান আজম।

সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।