বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে নাকি একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ! এমন খবরই এখন শোনা যাচ্ছে চলচ্চিত্রপাড়ায়।
সম্প্রতি শাহরুখ খানের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবির নিচে কমেন্ট করে এক ভারতীয় ভক্ত তাকে বড় পর্দায় ফিরে আসার অনুরোধ করেন। তবে শাহরুখ সেই ভক্তকে কোনো জবাব না দিলেনও আরিফিন শুভ বলেন, ‘আর মাত্র দুই মাস।’ শাহরুখ ভক্তকে শুভর জবাব দেয়ার পর থেকেই বিষয়টি গুঞ্জনের ডালপালা মেলেছে বাংলাদেশে। শুভর একটি ঘনিষ্ঠ সূত্রও দাবি করছে, শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা আরিফিন শুভ।
এদিকে সম্প্রতি একটি অনলাইন পোর্টালে আরিফিন শুভর বলিউডে অভিনয় নিয়ে খবর প্রকাশ করে। শুভর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত ১৭ ফেব্রæয়ারি শুভ মুম্বাইয়ের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এখনই সেই কাজের খবর প্রকাশ করতে চাইছেন না তিনি।