কিংবদন্তি অভিনেত্রী কবরী তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘এই তুমি সেই তুমি’র জন্য বেশ কিছুদিন ধরে নতুন মুখ খুঁজছিলেন। নায়িকার বিষয়ে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন তিনি। নিয়েছেন কয়েকজন তরুণীর সাক্ষাৎকারও। অবশেষে নায়িকা খুঁজে পেলেন কিংবদন্তি এই অভিনেত্রী।
২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত সুন্দরী নিশাত নাওয়ার সালওয়াকে বেছে নিয়েছেন তিনি। কবরী বলেন, গল্পের সঙ্গে মানায় এমন পরিপাটি এক মুখ চাচ্ছিলাম। সালওয়াকে দেখে মনে হয়েছে, ও আমার ছবির জন্য উপযুক্ত।
এজন্য ওকে নিয়েছি।এদিকে, কবরীর সিনেমাতে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন সালওয়া। তিনি বলেন, এত বড় একজন শিল্পীর ছবিতে অভিনয়ের সুযোগ পাব, সেটা ভাবিনি।
‘এই তুমি সেই তুমি’ ছবিতে সালওয়ার নায়ক হিসেবে থাকছেন রিয়াদ রায়হান। যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়্যালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ কবরীর। ছবির সঙ্গীত পরিচালক বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।