কেজিএফ দিয়ে দর্শকের মন জয় করেছেন প্রশান্ত নীল। সম্প্রতি প্রকাশ করেছেন তার নতুন সিনেমা সালারের পোস্টার। প্রভাষকে ফিরিয়ে আনছেন তিনি অ্যাকশন সিনেমায়। ‘সালার’ অসছে আগামী বছরের ২৮ সেপ্টেম্বর। প্রভাষের লুকসহ সালারের একটি পোস্টার শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘রেবেলিং ওয়ার্ল্ডওয়াইড অন সেপ্টেম্বর ২৮, ২০২৩।’ পোস্টে তিনি প্রভাষসহ সিনেমার অন্যান্য অভিনেতা ও প্রযোজক বিজয় কিরাগান্দুরকে ট্যাগ করেছেন।
সালারের এ পোস্টার ও লুক প্রকাশ করা হয়েছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে। প্রভাষকে এখানে মারদাঙ্গা লুকে দেখা যাচ্ছে। পাশাপাশি প্রশান্তের পোস্টে বিদ্রোহের যে বার্তা ছিল তাতে বোঝাই যাচ্ছে সিনেমাটি ঝড় তুলবে। অ্যাকশন ঘরানার এ সিনেমার ফার্স্ট লুক আসার পর থেকেই সিনেমাটি আলোচনায় ছিল। কিন্তু এবার মুক্তির তারিখ নিশ্চিত হওয়ার পর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। কেননা দেখা যাচ্ছে সিনেমাটি হৃতিক রোশনের ফাইটারের সঙ্গে একই দিনে মুক্তি পাবে।
বাহুবলী দিয়ে প্রভাষ যে জনপ্রিয়তা পেয়েছিলেন সাহোতে তা ধরে রাখতে পারেননি। এরপর নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রভাষের যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে মনে হয়েছে ফিটনেস হারিয়েছেন তিনি। কিন্তু সালারের পোস্টার দেখে মনে হচ্ছে নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন প্রভাষ। সিনেমায় তার সঙ্গে থাকছেন পৃথ্বীরাজ সুকুমার। এ কারণেও সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |