দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে এক ওষুধের দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সকাল ১১টায় হিলি বাজারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, পশু পালন করেন এমন এক খামারির অভিযোগের ভিত্তিতে ওই ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এসময় মানুষ ও প্রাণীর জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া বেশ কিছু অনুমোদনহীন ওষুধও পাওয়া যায় সেখানে। দোকানীর বিরুদ্ধে আগেও এধরনের অভিযোগ ছিল। একই অপরাধে তাকে শাস্তিও দেয়া হয়েছে। কিন্তু তার মধ্যে কোনো সংশোধন আসেনি। ভোক্তা অধিকার আইনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |