২০২৩ সালে অনুষ্ঠিত হতে যওয়া পুরুষদের বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপ আয়োজক হিসেবে বাদ দেয়া হয়েছে রাশিয়াকে। মঙ্গলবার আন্তর্জাতিক আইস হকি ফেডারেশনের (আইআইএইচএফ) পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। খবর এপি।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে আগামী মে মাসে বসার কথা ছিল পুরুষদের বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপের আসর। কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা, মিডিয়া ও ভক্তদের নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে রাশিয়াকে এ আয়োজন করা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দেয় আইআইএইচএফ। তার আগে এ বিষয়ে আলোচনা করতে একটি বৈঠকে বসে সংগঠনটি।
সম্ভাব্য ধারণা, ইউক্রেরে রুশ বাহিনী পরিচালিত আগ্রাসনের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও আইআইএইচএফ এমন কোনো ইঙ্গিত দেয়নি। যুদ্ধে রাশিয়াকে সমর্থন করায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ ফল ভোগ করছে বেলারুশও।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |