হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম। তিনি কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজের এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট হিসেবে কর্মরত। আজ বৃহস্পতিবার বিকালে তাকে আটক করে ঢাকা কাস্টম হাউস।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, তাজুলকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় সাড়ে ৬ কেজি। ওই বারগুলো ফ্লাইটের এক যাত্রী তাকে হ্যান্ডওভার করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |