২৫ মার্চ ২০২১, সিঙ্গাপুরঃ যথাযথ ভাবগাম্ভীর্য আর বিনম্র শ্রদ্ধায় সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন আজ পালন করলো গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের স্মরণে এদিন জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। গণহত্যা দিবস উপলক্ষ্যে বিকেলে হাইকমিশনে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান।
দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বাণী পড়ে শোনানো হয়। শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে করা হয় বিশেষ মুনাজাত। দিবসের আলোচনায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
মান্যবর হাইকমিশনার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি তাঁর বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ব্যথাতুর চিত্তে স্মরণ করেন ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের যাদের সর্বোচ্চ আত্মত্যাগের পথ বেঁয়ে অর্জিত হয়েছিলো বাংলাদেশের স্বাধীনতা।
মানব ইতিহাসে বিভিন্ন সময়ে সংঘটিত গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান এবং এরূপ অপরাধ সংঘটনের সাথে জড়িতদের আইনের মুখোমুখি দাঁড় করানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।