কোভিড-১৯ মহামারী সত্ত্বেও বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমবর্ধণশীল। এ সাফল্যের সিংহভাগই অর্জিত হয়েছে বিভিন্ন দেশে কর্মরত জীবন-জীবিকার কঠিন শ্রমে নিয়োজিত প্রবাসী বাংলাদেশীদের শ্রম ও ঘামের ফলশ্রুতিতে। সিঙ্গাপুরেও প্রায় দেড় লক্ষ বাংলাদেশী কর্মী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ দেশে প্রেরণ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে রেমিটেন্স প্রেরণকারী দেশ সমূহের মধ্যে শীর্ষ দশে স্থান করে নিয়েছে বাংলাদেশ। এরই প্রেক্ষিতে সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী কর্মী ভাইদের প্রতি বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন সিঙ্গাপুরে নিয়োজিত মান্যবর হাই কমিশনার জনাব মো. তৌহিদুল ইসলাম।
কোভিড-১৯ এর সর্বগ্রাসী ভয়াল থাবাকে উপেক্ষা করে সিঙ্গাপুর শ্রমবাজারে আপনাদের সরব উপস্থিতি ও এই বিশাল অর্জনে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর গর্বিত বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মাননীয় হাই কমিশনার আরও জানিয়েছেন, আপনাদের যে কোনো প্রয়োজনে হাইকমিশন সর্বদা প্রবাসীদের পাশে রয়েছে। সব ধরনের মধ্যসত্বভোগী ও দালালদের দৌরাত্ব থেকে আপনি, আপনার সহকর্মী, স্বজনরা মুক্ত থেকে দেশের সেবায় নিয়োজিত থাকবেন এবং দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সর্বদা বৈধ পন্থা অবলম্বন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এতে আপনি ও দেশ উপকৃত হবে।