১৯ মার্চ পাবিপ্রবিতে শুরু হবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৯ মার্চ। রোববার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল আগামী ১৯ ও ২০ মার্চ অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৩, ১৪ ও ১৫ মার্চ। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দৌড়, ট্রিপল জাম্প, হাই জাম্প, লং জাম্প, হার্ডেলসসহ দেশীয় খেলাগুলো।

চূড়ান্ত পর্বে একজন খেলোয়াড় যে কোন তিনটি খেলায় অংশগ্রহণ করতে পারবেন (রিলে দৌড় ব্যতীত)। তবে বাছাই পর্বে সকল ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন, ফাইনালে শুধুমাত্র তিনটি খেলায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার যে কোন প্রয়োজনে শারীরিক শিক্ষা দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।