কাতার বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিদায়ের পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এডেন হ্যাজার্ড। সে ঘোষণার পর তাঁকে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার কথা দিয়েছিল বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। প্রায় ৬ মাস পর গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচে বিদায়ী সংবর্ধনা পেয়েছেন বেলজিয়ামের সোনালি প্রজন্মের অন্যতম সেরা এই তারকা। তবে হ্যাজার্ডের বিদায়ের রাতে অস্ট্রিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে বেলজিয়াম।
ব্রাসেলসের কিং বাউদোয়িন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষে মাঠে ঢোকেন হ্যাজার্ড। এসময় গ্যালারি থেকে তাকে বিদায় জানান দর্শকরা। মাঠে গাড়িতে করে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভ্যর্থনার জবাব দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে হ্যাজার্ড বলেন, ‘লাল জার্সিতে এতগুলো বছর ধরে খেলাটা সম্মানের বিষয়। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। তোমাকে ভালোবাসি বেলজিয়াম।’ প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ১২৬ ম্যাচে ৩৩ গোল করেছেন হ্যাজার্ড। করিয়েছেন ৩৬টি গোল। ৩টি বিশ্বকাপ এবং ২টি ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেছেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।
তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি ভুলে যেতেই চাইবেন বেলজিয়াম সমর্থকরা। ম্যাচের ১৯ মিনিটে মিডফিল্ডার ওরেল মাঙ্গালার আত্মঘাতী গোলে পিছিয়ে যায় বেলজিয়াম। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলেও গোল আদায়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। তবে ৬১ মিনিটে দলকে কাঙ্খিত গোল এনে দেন লুকাকু। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এদিকে, ট্রেবল জয়ের পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলের ফর্ম ধরে রেখেছিলেন নরওয়ের হয়েও। ৬১ মিনিটে হলান্ডের গোলেই এগিয়ে যায় নরওয়েজিয়ানরা। ম্যাচের ৮৪ মিনিটে তুলে নেওয়া হয় হালান্ডকে। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। ৮৭ ও ৮৯ মিনিটে পরপর দুই গোল করে জয় তুলে নেয় স্কটল্যান্ড।