দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা গত মাসের চেয়ে বেড়েছে। এদের মধ্যে কেউ যাচ্ছেন চিকিৎসার জন্য, কেউ যাচ্ছেন বেড়াতে আবার কেউ ফিরে আসছেন ভারত থেকে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, গত কয়েকদিন ধরে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ তাদের তীর্থস্থান কাশীতে যাচ্ছেন বলে চলতি মাসে এই চেকপোস্ট দিয়ে আগের তুলুনায় যাত্রী পারাপার একটু বেড়েছে।
ঠাকুরগাঁওয়ের মো. জাফর আলীর বলেন, আমি নিজের চিকিৎসার জন্য গত মাসের প্রথম সপ্তাহে ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিলাম। চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র নিয়ে দেশে ফিরলাম।
নাটোরের বাগাতিপাড়ার শ্রী জয়রাম সুত্রধর বলেন, আমি ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি। ভারত অনেক আত্মীয়-স্বজন আছেন। মাঝে মধ্যে তাদের সঙ্গে দেখা করতে যাই। তারাও বেড়াতে আসেন বাংলাদেশে। সপ্তাহ খানেক থেকে ফিরে আসবো।
ভারতগামী যাত্রী পাবনার বেড়া উপজেলার শ্রী গোপাল রায় বলেন, তীর্থযাত্রায় (কাশী) যাচ্ছি। অনেকদিনের বাসনা ছিল জীবনে একবার হলেও তীর্থযাত্রায় যাবো। বয়স হচ্ছে, তাই ধর্মীয় কাজটা সেরে আসি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো: আশরাফুল ইসলাম বলেন, আমি চলতি মাসেই এখানে যোগদান করেছি। গত মাসের চেয়ে এই মাসে যাত্রী পারাপার একটু বেড়েছে। গত রোববার একদিনেই ১৮০ জন যাত্রী তীর্থযাত্রায় গেছেন।
ওসি আরও বলেন, এছাড়াও অনেকে যাওয়া-আসা করছেন বিজনেস ভিসা, টুরিস্ট ভিসা ও মেডিক্যাল ভিসাসহ স্টুডেন্ট ভিসায়।