হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমলো কেজিতে পাঁচ টাকা

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা। গত শুক্রবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা দরে। তবে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে। বিক্রেতারা জানান, ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কমেছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মো. সোবহান মিয়া বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে কিনেছিলাম। আজ শুক্রবার কিনলাম ২০ টাকা কেজি দরে। 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা তাহের আলী জানান, গেল সপ্তাহে ভারতীয় জাতের পেঁয়াজ বিক্রি করেছি কেজি প্রতি ২৫ টাকা দরে। গেল এক সপ্তাহে ভারত থেকে আমদানি বাড়ায় পেঁয়াজের দামও কমেছে। আজ বিক্রি করছি ২০ টাকা দরে। আর দেশি পেঁয়াজও বিক্রি করছি ২৫ টাকা দরে।