সৌদি প্রো লিগে হেন্ডারসন-মাহরেজ

একে একে তারকা ফুটবলারদের ভিড়িয়ে নিজেদের লিগকে তারার মেলায় পরিণত করছে সৌদি আরবের ক্লাবগুলো। বছরের শুরুতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে যার শুরু। এরপর সে পথ অনুসরণ করে সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন করিম বেনজেমা, এনগোলো কান্তে, রুবেন নেভেস, রবার্তো ফিরমিনোরা। এবার সে তালিকায় যুক্ত হতে যাচ্ছেন লিভারপুল অধিনায়ক হেন্ডারসন ও ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ।

সৌদি আরবের প্রো লিগের দল আল ইত্তিফাকে যোগ দিতে যাচ্ছেন লিভারপুল অধিনায়ক। বিবিসি জানিয়েছে, ১ কোটি ২০ লাখ পাউন্ডে হেন্ডারসনকে ছাড়তে নীতিগতভাবে রাজি হয়েছে লিভারপুল। চুক্তির বাকি আরও কিছু শর্ত মিলিয়ে দামটা আরেকটু বাড়বে। গত সপ্তাহেই আল ইত্তিফাকের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিলেন ৩৩ বছর বয়সী হেন্ডারসন। আর সে কারণেই জার্মানিতে নিজেদের প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জর্ডান হেন্ডারসনকে দলের বাইরে রেখেছিল লিভারপুল।

দলবদল বিষয়ে কোন পক্ষই বিস্তারিত প্রকাশ না করলেও জানা গিয়েছে শুরুতে দুই বছরের চুক্তি করবেন হেন্ডারসন। তবে চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। তাঁর পারিশ্রমিকের অঙ্কও নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, লিভারপুলে সপ্তাহে ২ লাখ পাউন্ড পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি পাবেন হেন্ডারসন।

২০১১ সালে ২ কোটি পাউন্ডে সান্ডারল্যান্ড থেকে লিভারপুলে যোগ দেন হেন্ডারসন। লিভারপুলের হয়ে ৪৯১ ম্যাচে ৩৩ গোলের পাশাপাশি ৫৮টি ‘অ্যাসিস্ট’ও করেছেন। ২০১৯ সালে তাঁর অধিনায়কত্বে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছিলো প্রিমিয়ার লিগের ক্লাবটি। অধিনায়কত্বে ৩০ বছর পর ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগও জিতেছে লিভারপুল। ধারণা করা হচ্ছে আল ইত্তিফাকে তাঁর যাওয়ার অন্যতম কারণ সম্ভবত স্টিভেন জেরার্ড। কিছুদিন আগেই আল ইত্তিফাক কোচের দায়িত্ব নিয়েছেন এই লিভারপুল কিংবদন্তি।

একই পথে হাঁটছেন ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। ৩ কোটি পাউন্ডে তাঁকে আল আহলির কাছে ছাড়তে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদের ক্লাবটিতে মাহরেজের চুক্তির আরও দুই বছর বাকি। ২০১৮ সালে লেস্টার সিটি থেকে মাহরেজকে ৬ কোটি পাউন্ডে কিনেছিল সিটি। গত মৌসুমে সিটির ‘ট্রেবল’ জয়ে ৪৭ ম্যাচে ১৫ গোল করেন। তবে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ ফাইনালের শুরুর একাদশে জায়গা হয়নি তার।