সুনামগঞ্জে সহকারী শিক্ষকের শুন্যপদে নিয়োগের দাবি

২০২০ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শুন্যপদে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন জেলার চাকরি প্রত্যাশীরা। ২৩ নভেম্বর সকাল ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে সরকারি চাকরির বাস্তবায়ন ১৩ বছরেও হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাস্টার্স পাশ করেও সরকারি চাকরিতে প্রবেশের কোন সুযোগ পাচ্ছেন না।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে অনেক শিক্ষার্থীর সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে যাচ্ছে। আরও যারা পরীক্ষা দিয়েছেন তাদের অনেকেই অন্য চাকরিতে যুক্ত হয়েছেন। তাই তাদের পদের বিপরীতে শুন্য পদ সৃষ্টি হবে। তাই অবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।