সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে ধর্মভিত্তিক দলগুলো। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করে দলগুলো।
জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়।
এরপরেই বিক্ষোভ মিছিল বের করে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর। বিক্ষোভ মিছিল থেকে সংসদে সুইডেনের পক্ষে নিন্দা প্রস্তাব আনার দাবি জানানো হয়।
এদিকে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশও। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সিঁড়িতে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে দুপুর ২টা ৩৫ মিনিটে বিক্ষোভ মিছিল বের করে তারা।
বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বের হয়ে, পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগরের দিকে যায়। মিছিলে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন শত শত মুসল্লিসহ সংগঠনের নেতাকর্মীরা।