সিটি ছেড়ে বার্সায় গুন্দোয়ান

ম্যানচেস্টার সিটির হয়ে সদ্যই ট্রেবল জিতেছেন ইলকায় গুন্দোয়ান। ইউরোপিয়ান ট্রেবল জয়ী দলটির অধিনায়কও তিনি। এই মৌসুমেই ম্যানসিটির সাথে চুক্তি শেষ হয়েছে এই জার্মান মিডফিল্ডারের। গুঞ্জন ছিল ম্যানসিটি ছাড়ছেন গুন্দোয়ান। তবে প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ম্যানসিটি তাকে রেখে দেবে কি না সেই প্রশ্নও ঘুরে ফিরছিলো। তবে শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ইলকায় গুন্দোয়ান।

ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এই জার্মান। ২০১৬ সালে পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর তাঁকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে এনেছিলেন। যদিও শুরুর দিকে চোট-টোট মিলিয়ে খুব সফল ছিলেন না, কিন্তু ধীরে ধীরে দলের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছিলেন। পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ সিটির হয়ে ১৪টি ট্রফি জিতেছেন তিনি। সিটির জার্সিতে ৩০০ ম্যাচে ৬০টি গোল এসেছে তার পা থেকে।

চলতি মৌসুম শেষে বার্সেলোনার সাথে ১৮ বছরের যাত্রার ইতি টেনেছেন সের্হিও বুসকেটস। বার্সার মিডফিল্ডের সেই শূন্যস্থান পূরণেই গুন্দোয়ানের সাথে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে কাতালান ক্লাবটি। সদ্য সমাপ্ত মৌসুমে লা লিগার শিরোপা জিতলেও ইউরোপিয় টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে বার্সেলোনা।

তবে ঘোষণা আসলেও চুক্তির বিষয়গুলো এখনো জানায়নি বার্সা। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে স্প্যানিশ জায়ান্টদের।