সাফের সেরা গোলরক্ষক জিকো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে হেরে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশে। ফিফা র্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে ম্যাচের ১০৭ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রেখেছিলেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান। অতিরিক্ত সময়ের প্রধমার্ধের শেষদিকে করা একমাত্র গোলে হারে বাংলাদেশ। তবে হারলেও সে ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পারফর্ম্যান্স নজর কড়েছিলো সকলের। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপূন্যের জন্য সাফের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান।

সাফে ১৪ বছর পর সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। এর পেছনে সবচেয়ে কৃতিত্ব জিকোর। শুধু কুয়েতের বিপক্ষেই নয়, সাফের গ্রুপ পর্যায়ের তিন ম্যাচেও দারুণ খেলেছেন। সাফে চার ম্যাচে ৫ গোল হজম করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লেবানন ২-০ গোলে হারায় বাংলাদেশকে। এরপর বাংলাদেশ মালদ্বীপকে ৩-১ ও ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে কুয়েতের বিপক্ষে অতিমানবীয় পারফরম্যান্সই সেরা গোলরক্ষকের পুরস্কার এনে দিয়েছে জিকোকে।

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে খেলেন আনিসুর রহমান। ২০২০ সালে জাতীয় দলের হয়ে প্রথম খেলেন। কাতারের দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিক কাতারের বিপক্ষে একটি ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হারলেও আনিসুর রহমান সেদিন সবার নজর কেড়েছিলেন তাঁর পারফরম্যান্স দিয়ে। সেদিন থেকেই জাতীয় দলের গোলবারে এক নম্বর পছন্দ তিনি। দেশের হয়ে খেলেছেন ২৪টি আন্তর্জাতিক ম্যাচ।