সাজা স্থগিতের পর লোকসভার সদস্যপদও ফিরে পেলেন রাহুল গান্ধী

মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে সাজা স্থগিত হওয়ার পর ভারতীয় লোকসভার সদস্যপদ ফিরে পেয়েছন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবার সকালে স্পিকারের সচিবালয় থেকে এ–সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এর ফলে লোকসভার বর্ষাকালীন অধিবেশনে যোগ দিতে আইনি কোন বাঁধা থাকলো না রাহুল গান্ধীর।

রাহুলের এই সদস্যপদ ফিরে পাওয়ার ঘটনায় নতুন উদ্যমে উজ্জ্বীবিত হয়ে উঠতে পারেন লোকসভার বিরোধী দলীয় সদস্যরা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের সহিংসতার ঘটনায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে পার্লামেন্ট। এর আগে গত শুক্রবার সুপ্রিম কোর্ট রাহুলের সাজা স্থগিত করে রায় দেন। রায় ঘোষণাকালে বিচারপতিরা বলেন, রাহুল তাঁর ভাষণে যে ধরনের মন্তব্য করেছিলেন, তা রুচিসম্মত নয়। এমন ধরনের ভাষণ যাতে না হয়, সে জন্য সতর্ক থাকা প্রয়োজন।

কংগ্রেস সভাপতি থাকাকালে রাহুল গান্ধী ২০১৯ সালের লোকসভা নির্বাচনী প্রচারে কর্ণাটকে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদি পদবি-সম্পর্কিত এক মন্তব্যে জেরে তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলার করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সুরাটের জেলা আদালতে করা সেই মামলায় রাহুলের দুই বছরের সাজা হয়। এরপর লোকসভার সদস্যপদও বাতিল করা হয়। তবে সুপ্রিম কোর্ট সাজা ওই স্থগিত করায় লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল।

Reendex

Must see news