সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী। মামলায় চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করার পাশাপাশি তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ২২ জনের নাম রয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার দুপুরে সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, শনিবার ভোরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি থেকে আটক হয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান বাবু। র‌্যাবের একটি দল ওই এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকা বাবুকে আটক করে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, শনিবার ভোরে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করে ঢাকায় আনা হচ্ছে।

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপকর্মের সংবাদ প্রকাশ করেছিলেন বাংলানিউজ ও একাত্তর টিভির সাংবাদিক নাদিম।

সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে নাদিমের বিরুদ্ধে মামলাও করেন বাবু। কিন্তু গত বুধবার আদালত মামলাটি খারিজ করে দেন। এর কয়েক ঘণ্টা পরেই বুধবার (১৪ জুন) রাতে বাবুর বাহিনী হামলা করে নাদিমের ওপর। হামলায় নেতৃত্ব দেন চেয়ারম্যান বাবু ও তার ছেলে ফাহিম ফয়সাল রিফাত।