সহিংসতা নয় শান্তির রাজনীতি করতে হবে: কাদের

গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সকালে শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রতি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর থেকে চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। আমাদের রাজনীতি হিংসামুক্ত, এখনো একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্থ হচ্ছে ।

কাদের আরও বলেন, দলে দলে বিভক্ত হয়ে দেয়াল তৈরির রাজনীতি নয়, রাজনীতিতে সম্পর্কের সেতু তৈরি করতে হবে। যুদ্ধ বিদ্রোহ নয়, শান্তির রাজনীতি করা প্রয়োজন।

কাদের আরও বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস সৃষ্টি করতে হবে, এটা রাজনৈতিক অধিপতিদের দায়িত্ব ও কর্তব্য।
হিংসা হানাহানি যুদ্ধ বিদ্রোহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী সন্ত্রাসকে রুখতে হবে। নষ্ট রাজনীতি, সহিংসতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বলছে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি, খালি হাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের অর্জন মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

কাদের আরও বলেন, দেশের অর্জন, আমাদের সকলের অর্জন, এটা আওয়ামী লীগের একার অর্জন নয়। যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে এবং ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে।

বিএনপির উদ্দেশ্যে কাদের আরও বলেন, আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যায়নি দেশের অর্জনের জন্য গিয়েছেন। শেখ হাসিনাকে এই বিদেশ সফর এবং অর্জনের জন্য সংবর্ধনা দেয়া উচিত।