শেষ ষোল’র মিশনে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ব্রাজিল তাদের প্রথম খেলায় সার্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়লাভ করে গ্রুপের শক্ত অবস্থানে রয়েছে। আজ সুইজারল্যান্ড দলের বিপক্ষে জয় দিয়ে শেষ ১৬ নিশ্চিত করতে চাইবে সেলেসাওরা। তারকা খেলোয়াড় নেইমারকে ছাড়াই আজকে সুইজারল্যান্ড দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

নেইমার প্রথম ম্যাচের গোড়ালিতে চোট পেয়ে দুই ম্যাচের জন্য বাদ পড়েছেন। দারুণ ফর্মে আছেন রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে তার খেলা সবাইকে মুগ্ধ করেছে। গোল পেয়েছেন দুইটি , যার ভিতর ১টি গোল সবার সেরা।

সুইজারল্যান্ড অবশ্যই সার্বিয়ার প্রথমার্ধের রক্ষণাত্মক ধারাটাকে নিজেদের ভিতর অব্যাহত রাখার চেষ্টা করবে, যা ব্রাজিলকে অনেক চাপে রেখেছিল । ব্রাজিল বিশ্বে এক নম্বরে থাকলেও সার্বিয়ার বিরুদ্ধে প্রকৃত খেলাটি খেলতে ব্যর্থ ছিল।

অপরদিকে সুইজারল্যান্ড কঠোর পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ। তারা ইউরো ২০২০ এ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ছিটকে দেয়। এবারের কাতার বিশ্বকাপে প্রথম খেলায় ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। প্রাক্তন লিভারপুল এবং বায়ার্ন মিউনিখ উইঙ্গার জেরদান শাকিরির কাছ থেকে বক্সের বাইরে নিখুঁত পাসের পরে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন ব্রিল এম্বোলো।

ব্রাজিল এই ম্যাচের জন্য ফেবারিট। কিন্তু নেইমারের সৃজনশীলতা ছাড়া শক্তিশালী রক্ষণ এবং সাম্প্রতিক মাসগুলিতে স্পেন এবং পর্তুগালের বিরুদ্ধে জয় পাওয়া সুইস দলের বিরুদ্ধে লড়াই করে জয় পাওয়াটা সহজ হবে না।

দানিলোও ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে খেলা মিস করবেন। ৩৯ বছর বয়সী দানি আলভেস ডান পাসের রক্ষণে তার জায়গা নিতে প্রস্তুত। ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেডকে সম্ভবত কিছু প্রতিরক্ষামূলক কভার দেওয়ার জন্য আনা হবে।

সুইজারল্যান্ডের কাছে হার এড়াতে পারলে ইতিহাস গড়তে পারবে ব্রাজিল। তারা তাদের আগের ১৬টি বিশ্বকাপের গ্রুপ-পর্যায়ের খেলায় অপরাজিত। শেষবার ১৯৯৮ সালে নরওয়ের কাছে প্রথম রাউন্ডে হেরেছিল তারা। এখন পর্যন্ত কোনো দলই ১৭টি গ্রুপ-পর্যায়ের ম্যাচে পরাজয় ছাড়া যেতে পারেনি।

এর আগে এ দুটি দল ১৯৫০ এবং ২০১৮ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এবং উভয় ম্যাচই ড্র হয়েছিল। সোমবার যদি ব্রাজিল বা সুইজারল্যান্ড এই প্যাটার্নটি ভেঙে দেয় তবে তাদের পরের রাউন্ডে জায়গা নিশ্চিত হয়ে যাবে।