শেখ হাসিনার জনসভা জনসমুদ্র হবে: লিটন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন। এজন্য আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর জনসভায় মানুষ তাকে ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা জানাতে আসবেন। এদিন জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এমন মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন মেয়র লিটন। বুধবার নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

এসময় লিটন আরও বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ও অন্যান্য দলগুলো নানারকম অপতৎপরতায় লিপ্ত হয়েছে। নির্বাচন হতে দেওয়া হবে না, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে নির্বাচন হতে দেওয়া হবে না এ সমস্ত কথা অহরহ বলছে বিএনপি নেতৃবৃন্দ। আমরা পরিস্কারভাবে বলে দিয়েছি, নেত্রী বলেছেন, ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সংবিধান মোতাবেক হবে।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু সভা সঞ্চালনা করেন।