শেখ হাসিনাকে হুমকিদাতা বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ। বৃহস্পতিবার রাজশাহী নগরীর কোর্ট এলাকা চাঁদকে পুলিশ গ্রেফতার করে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ ওরফে চাঁদ

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বেলা সাড়ে ১১টার দিকে চাঁদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাকে গ্রেফতারের বিষয়ে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিস্তারিত তথ্য সেখানে জানানো হবে।

এর আগে, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক জনসভায় আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দেন। এই অভিযোগে পুঠিয়া থানায় গত রোববার আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন।

ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে বলেছেন, ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে এবং তাকে পদত্যাগ করানোর জন্য যা যা প্রয়োজন, তা আমরা করব।’

এ ঘটনায় রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় চাঁদের বিরুদ্ধে নামে পুলিশ বাদী হয়ে আরও দুটি মামলা করে। মামলায় আবু সাঈদ চাঁদের এক গোপন বৈঠকের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বাতিলের উদ্দেশ্যে একটি গোপন বৈঠকের অভিযোগ আনা হয়েছে। মামলা দুটিতে চার বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তবে বিএনপি নেতা চাঁদের বক্তব্যের পর গত ছয় দিন ধরে তার কোনও খোঁজ পাচ্ছে না বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। শেষশেষ আজ তাকে রাজশাহী শহর থেকেই গ্রেফতার করা হয়েছে।