শেখ হাসিনাকে অগণতান্ত্রিকভাবে সরানো যাবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনাকে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা থেকে সরানো যাবেনা। তিনি জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জে বিজিবি’র মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এসময় মন্ত্রী আরও বলেন, বিজিবি সুনামগঞ্জ জেলার ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা সার্বক্ষণিক পাহারা দিচ্ছে। অনেক কষ্ট করে মাদকদ্রব্য আটক করে তারা। তা না হলে আরও ভয়ানক অবস্থার সৃষ্টি হত দেশে। 

অনুষ্ঠানে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আসা প্রায় ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এরমধ্যে ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা, বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য ছিল।

এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুকন উদ্দিন কবির, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক সাজেদুল হাসান, সুনামগঞ্জ সহকারী কমিশনার, জেলা শুল্ক কার্যালয় এর পরিচালক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ স্থানীয় সাংবাদিকরা।