অবশেষে বৃষ্টির বাধা পেরিয়ে শুরু হয়েছে বিএনপির প্রতিবাদ সমাবেশ। শুক্রবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে সাজা দেওয়া প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ শুরু হলেও এখনো সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। যার কারণে নেতাকর্মীদের অনেকে সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছেন।
এর আগে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, প্রতিবাদ সমাবেশ যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে বৃষ্টি শুরু হলে সমাবেশস্থল ও আশপাশের রাস্তাগুলোতে পানি জমে যায়। পরে বৃষ্টির তোড় বাড়তে থাকলে এটা কর্মীরা আশপাশের দলীয় কার্যালয় ও আশপাশের ভবনগুলোতে অবস্থান নেন।
এসময় বিএনপি নেতাকর্মীদের সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। নেতাকর্মীরা বলছেন, এই সরকার অবিলম্বে পদত্যাগ করুক।পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
সমাবেশে আসা কয়েকজন বিএনপির নেতা বলেন, বিচারপতিদের স্বাধীনতা হরণ করে সরকার তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছে। এ রায়ে দেশের জনগণ ক্ষুব্ধ। তারা অবিলম্বে এই রায় প্রত্যাহারের দাবি জানান।
এদিকে, বিএনপি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।