শিগগিরিই ৪০তম বিসিএস’র নন-ক্যাডারদের নিয়োগ

নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি শিগগির প্রজ্ঞাপন হিসেবে জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন লাগবে। এরপর পাস হবে এমন তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, সংশোধিত নিয়োগবিধিতে ৩৫ থেকে ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের বিধিটি পাস না হওয়ায় ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ এতদিন ঝুলে ছিল।

সরকার নন-ক্যাডার বিধি পাস করলে এই নিয়োগে আর কোনও প্রতিবন্ধকতা থাকবে না। ফলে নিয়োগ পেতে পাবেন প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আরও ৩০০ কর্মকর্তা নিয়োগ পেলে প্রায় ৫ হাজার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে নন-ক্যাডার থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, নন-ক্যাডার বিধিটা সরকার পাস করেছে। শিগগির এর কপি পিএসসিতে পাঠানো হবে। এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

পিএসসির আরেক কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি, সরকার বিধিটা পাস করেছে। এখন আমাদের হাতে বিধিটি এলেই ৪০তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগ দেবো আমরা। নিয়োগের বিষয়ে আমরা অনেক কাজ এগিয়ে রেখেছি।’

প্রায় এক বছরের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ থাকায় পিএসসি থেকে বলা হয়েছিল, সরকার বিধি পাস করলেই নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য ৪০তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীরাও দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন।