শিক্ষা ও গবেষণায় সহযোগী হতে বাউবি-পাবিপ্রবি সমঝোতা চুক্তি

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স হলে এই চুক্তি সই হয়। সমঝোতা চুক্তিতে বাউবির পক্ষে রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম ও পাবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম সই করেন।

অনুষ্ঠানে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সভাপতির বক্তব্যে বলেন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, দুর্গম পাহাড়ের নৃগোষ্ঠী, শিল্প কারখানার কর্মী, অজোপাড়া গাঁয়ের গৃহবধূ বা প্রবীণ কিংবা প্রবাসে থাকা রেমিট্যান্স যোদ্ধা—সবাইকে নিয়ে বাউবি এখন প্রায় ৯ লাখ শিক্ষার্থীর একটি বৃহৎ পরিবার। গবেষণা ও জরিপের জন্য বাউবি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।

পারস্পরিক সমন্বয়, সমঝোতা, অংশীদারিত্বের মধ্য দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। বাউবির সাথে পাবিপ্রবির আজকের এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও রিসোর্স শেয়ারিং এবং বাউবির মিডিয়া, আইসিটি ইউনিট, ভার্চুয়াল ও অনলাইন ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গবেষণার ক্ষেত্রে গুণগত মানোন্নয়ন এবং জ্ঞানের বিস্তৃতি ঘটাবে।

এসময় পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন উভয় বিশ্ববিদ্যালয়ের রিসোর্সকে কাজে লাগিয়ে গবেষণা ও জ্ঞান সৃজনের মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, বাউবির রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম প্রমূখ।