শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সরকার: গোলাপ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, বিএনপি জামায়াত সরকারের সময় ২০০৫-২০০৬ সালে দেশে শিক্ষার হার ছিল ৪৪ শতাংশ আর বর্তমান সরকারের সময় দেশের শিক্ষার হার বেড়ে হয়েছে ৭৬ শতাংশ। তিনি আরও বলেন, শতভাগ শিক্ষার হারের লক্ষ্য নিয়ে কাজ করছে শেখ হাসিনার সরকার।

বুধবার (২৬ জুলাই) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের তৃতীয় তলার উদ্বোধন শেষে এক সভায় এসব কথা বলেন তিনি।

ড. গোলাপ আরও বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশে উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগণের চোখে এখন দৃশ্যমান। জনগণ আজ বর্তমান সরকারের প্রতি আস্থাশীল। তাই শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, পৌর তাঁতী লীগের সভাপতি জামাল হোসেনসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।