রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন

রাশিয়ার ২০টি ড্রোন ও ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। রাজধানী কিয়েভকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিলো বলে জানায় ইউক্রেনের বিমানবাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার দিবাগত রাতে হামলা চালানো হয়। হামলায় একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেন, ‘আমরা সফলভাবে হামলা মোকাবিলা করেছি।’ ভূপাতিত করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি বলে দাবি করেন তিনি।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বিমানবাহিনী জানিয়েছে, কিয়েভ অঞ্চলে ইরানের ‘শহিদ’ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। সবগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া দুটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল কিয়েভকে লক্ষ্য করে। সেগুলোও ভূপাতিত করা হয়েছে।

Reendex

Must see news